
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রাতে সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের জঙ্গলদি গ্রামে উঠান বৈঠক ও দশআনি বাজারে গনসংযোগ করেন জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ, সদস্য মাওলানা আব্দুল আউয়াল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি আব্দুস সোবহান, বায়তুলমাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, উপজেলা অফিস সেক্রেটারি, মাওলানা আব্দুর রহমান, ইউনিয়ন সভাপতি মাওলানা জহুরুল হক, সেক্রেটারি আব্দুস সুবাহান সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ।