
দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাতে শহরের মাধবপুর এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনাই গড়তে পারে সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয। প্রতিযোগিতায় শহীদ মাহবুব দল চ্যাম্পিয়ন ও শহীদ সবুজ দল রানার আপ হয়। এতে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইশরার হোসেন অর্থি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। পরে অতিথিরা বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার আপ দল এবং সেরা বক্তার হাতে পুরস্কার তুলে দেন। সেইসঙ্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আতিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়সহ স্থানীয় সুধিজন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।