
বিশেষ প্রতিনিধি:
শেরপুরে জীবন বীমা কর্পোরেশনের এজেন্টদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। আজ বুধবার শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির উদ্যোগে আয়োজিত ‘Life Insurance Agent’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. সাঈদ কুতুব।
এতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সে জেলার ৪০ জন Life Insurance Agent অংশগ্রহণ করছেন।
এ কোর্সে অংশগ্রহণকারীগণ জীবন বীমা সংক্রান্ত নীতিমালা, গ্রাহকসেবা, বিমা বিক্রয় কৌশল, এবং ইনস্যুরেন্স খাতে স্বচ্ছতা ও পেশাগত মানোন্নয়ন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাঈদ কুতুব বলেন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং বীমা খাতে জনসচেতনতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।