
নিজস্ব প্রতিবেদক: “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশ থেকে সম্প্রতি পিআরএলগামী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সুপার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তা বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে বিদায়ী কর্মকর্তাকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে উল্লেখ্য করে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এরআগে দুপুর ২টায় পৃথকভাবে শেরপুর সদর থানা পুলিশ এর উদ্যোগে শেরপুর সদর থানায় অনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম, ওসি ডিবি মোঃ রেজাউল ইসলাম খান, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।