
দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ শহরের গোপালবাড়ী মন্দির থেকে একটি
রথ টেনে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যান। পরে সেখান থেকে রথটি পুনরায় গোপালবাড়ী আনা হয়।
এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর জেলা শাখা আয়োজিত শোভাযাত্রায় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম
আহবায়ক মো. শফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি জীতেন্দ্র মজুমদার, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, গোপালবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার নন্দীসহ বিপুলসংখ্যক হিন্দুভক্ত অংশ গ্রহণ করেন।
শুক্রবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুরের উদ্যোগে শহরের গৃদানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দির থেকে আরেকটি রথ বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নরসিংহ জিউর মন্দিরে টেনে নিয়ে যাওয়া হয়। এ উপলক্ষে নরসিংহ জিউর মন্দির ও গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়।
রথযাত্রা উৎসব উপলক্ষে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য
মোতায়েন করা হয়।
এদিকে রথযাত্রা উৎসবের পূণ্যতিথিতে শহরের নারায়ণপুর এলাকার গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ৫ জুলাই শনিবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।