আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর জেলার নকলা ও ঝিনাইগাতি উপজেলার কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে পৃথক পৃথকভাবে হাট পরিদর্শন করা হয়েছে।
বুধবার (০৪ জুন) বিকেলে নকলার চন্দ্রকোনা কোরবানির পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে কুরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে বাজারে মোতায়েনকৃত পুলিশ সদস্যকে অবহিত করার আহ্বান জানান।
এছাড়াও পুলিশ সুপার সার্বিক দিকনির্দেশনায় ঝিনাইগাতীর কালিবাড়ী বাজারে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক।
পরিদর্শনকালে ঝিনাইগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আল আমীন; চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সিরাজ উদ্দিন-সহ পশুর হাট ডিউটিতে নিয়োজিত থানা ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও ক্রেতা-বিক্রেতাএবং হাট পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।






