
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের রঘুনাথ বাজার এলাকার টাউন হল মোড়ে বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নিরু শামছুন্নাহার নীরা, সহসভাপতি লুৎফুন্নাহার, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, সদর উপজেলা কমিউনিস্ট পারটির সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ, উদীচী শিল্পী গোষ্ঠী, শেরপুর জেলা সংসদের সদস্য এরশাদ আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা বেড়েছে। যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করায় জড়িত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং অন্যরা এসব অপরাধমূলক কাজ করতে উৎসাহ পাচ্ছে। তাই এসব ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান তাঁরা।
মানববন্ধনে মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অরধশতাধিক সদস্য অংশ নেন।