
শেরপুরে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার বিকেলে শেরপুর সরকারি কলেজে মাঠে জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান এসব কর্মসূচির আয়োজন করেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির প্রবীণ নেতা ও মাইসাহেবা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান তারা, বিএনপি নেতা ও শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মামুনুর রশীদ পলাশ, বিএনপি নেতা হাসানুর রেজা জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ প্রায় এক হাজার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।