শেরপুরের নকলায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫১ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
২৯ মে সোমবার সকাল ১১ টায় উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে ডিবির (উপ পরিদর্শক) এসআই আশরাউল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নকলা উপজেলার গৌরদ্বার এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন নামের এক মাদককারবারিকে গ্রেফতার করা। এসময় তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।






