বিশেষ প্রতিনিধি:
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) অভিযানে ১৩৪০ পিছ ইয়াবা-সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত্রি ২৩.০৫ ঘটিকার সময় শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই/মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানাধীন গনই বড়ুয়া গ্রামস্থ জনৈক মৃত আঃ লতিফ এর বাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত আসামি ১। মোঃ খোকন মিয়া,পিতা- গোল মোহাম্মদ সাং- কুশলনগর (টানা ব্রিজ), থানা- বকশীগঞ্জ জেলা- জামালপুর বর্তমান সাং- গনই বড়ুয়া পশ্চিমপাড়া (জনৈক মৃত আঃ লতিফ এর বাড়ি), থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর-কে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ করিলে একপর্যায়ে ধৃত আসামি তাহার শশুরের ঘর (অর্থাৎ মৃত আঃ লতিফের ঘরে) থাকা চাউলের ড্রামের নিচে হইতে
নিজ হাতে ০৭ (সাত) সাতটি নীল রংয়ের পলি জিপারে ভর্তি ১,৩৪০ (এক হাজার তিনশত চল্লিশ) পিছ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
যাহার মধ্যে ০৬ টি জিপারে ২০০ পিছ করে এবং ০১ টি জিপারে ১৪০ পিছসহ সর্বমোট ০৭ (সাত) টি জিপারে ১,৩৪০ (এক হাজার তিনশত চল্লিশ) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আনুমানিক মূল্য =৪,০২,০০০/- (চার লক্ষ দুই হাজার)
টাকা।
উক্ত উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ধৃত আসামি ১। মোঃ খোকন মিয়া-কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, ঢাকা হইতে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট গুলো সংগ্রহ করিয়া অপর ধৃত আসামি ২। মোঃ চাঁন মিয়া এর মাধ্যমে ক্রয় বিক্রয় করে থাকে।
পরবর্তীতে আসামি ১। মোঃ খোকন মিয়া ও আলামত সহ তার দেওয়া তথ্য এবং দেখানো মতে অভিযান পরিচালনা করে গত ১২/০৩/২০২৫ তারিখ দিবাগত রাত্রি ০৩.৫০ ঘটিকার সময় শেরপুর সদর থানাধীন গনই বড়ুয়া সাকিনস্থ আসামি ২। মোঃ চাঁন মিয়া (৪০), পিতা-মৃত ইদ্রিস আলী, মাতা-মৃত চম্পা, সাং-গনই বড়–য়া, থানা-শেরপুর সদর, জেলা- শেরপুর-কে তার বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয়।
পরে ধৃত আসামিদ্বয়কে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট সম্পর্কে পুনরায় জিজ্ঞাসাবাদ করিলে আসামিদ্বয় জানায় তাহারা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া শেরপুর সদর থানার বিভিন্ন এলাকায় মাদক সেবনকারীদের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে উক্ত ইয়াবা ট্যাবলেট ধৃত আসামি মোঃ চাঁন মিয়া এর সহায়তায় ধৃত আসামি মোঃ খোকন মিয়া এর হেফাজতে রাখিয়াছে।
মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।






