
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মহামান্য হাইকোর্টের ১৩৭০৫/২০২২ নং রিট পিটিশনের আদেশ অনুযায়ী শেরপুরে এ পর্যন্ত মোট ১০টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় ১১ মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শেরপুর সদর উপজেলার সুলতানপুর এলাকায় ইদ্রিস এন্ড কোং (প্রাঃ) লিঃ-৫ এবং বাজিতখিলায় মেসার্স উত্তরা অটো ব্রিকসে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আসমা আক্তার।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।