
শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), শেরপুর জেলা শাখার নবনিরবাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের মাধবপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও চেয়ারম্যান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং দিলীপ কুমার রায়। এতে সভাপতিত্ব করেন বাজুস, ময়মনসিংহের বিভাগীয় প্রতিনিধি চন্দন কুমার ঘোষ।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাজুস, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্ৰ ঘোষ, বাজুসের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এম এ কবীর, বাজুস, শেরপুর জেলা শাখার নবনিরবাচিত কমিটির সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক সজল কর্মকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দিলীপ কুমার রায় বলেন, আজকে বাজুস শেরপুর জেলা কমিটির যে অভিষেক হলো এর মাধ্যমে তাঁরা আগামী দুই বছর শেরপুর জেলার স্বরণ ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনা করার আহবান জানান। তিনি আরো বলেন, ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করবেন। তবে কোন ব্যবসায়ী যেন গ্রাহকদের প্রতারিত না করেন কিম্বা অসততার সঙ্গে ব্যবসা না করেন তার জন্য সকল স্বর্ণ ব্যবসায়ীকে সতর্ক করে দেন তিনি।
পরে প্রধান অতিথি ২১ সদস্য-বিশিষ্ট বাজুস, শেরপুর জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির করমকরতাদের শপথবাক্য পাঠ করান। শেষে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর আগে শনিবার বিকেল সাড়ে চারটায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন সময়ে বাজুসের মৃত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।