
শেরপুরে পুকুর থেকে শাওন আহমেদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। শাওন উপজেলার ধলা ইউনিয়নের বাকেরকান্দা গ্রামের মো. সাজি মিয়া ও শিরিনা আক্তারের ছেলে। সে সদর উপজেলার মধ্যবয়ড়া মদিনাতুল কওমী মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষারথী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন আহমেদ মধ্যবয়ড়া মদিনাতুল কওমী মাদ্রাসা ও এতিমখানার আবাসিক ছাত্র ছিল।বুধবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মাদ্রাসার অদূরে কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুরে এক শিশুর লাশ ভেসে ওঠে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া লাশ শাওন আহমেদের বলে তার মা শিরিনা আক্তার শনাক্ত করেন।
সদর থানার ভারপ্রাপ্ত করমকরতা (ওসি) বছির আহমেদ বাদল বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকলের অজান্তে শিশুটি পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে।তথাপি মৃত্যুর প্রকৃত কারণ নিরণয়ে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মরগে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।