
‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তরজাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে পৌরসভার পশ্চিমশেরী এলাকার বন বিভাগীয় কারযালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই সভার আয়োজন করে।
সভায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর কারযালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদ, ময়মনসিংহ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, শেরপুর বার্ডস কনজারভেশন সোসাইটির অর্থ সম্পাদক দেবদাস চন্দ ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জরুল আলম। সভায় বক্তারা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বনের ভূমিকা অনস্বীকার্য। তাই দেশের বিভিন্ন বনাঞ্চলে যাঁরা অননুমোদিতভাবে বসতি গড়ে তুলেছেন অথবা বসবাস করছেন তাঁদের বনের জমি ছেড়ে দিতে হবে। এজন্য বন রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বন রক্ষা হলে দেশের জীববৈচিত্র্যও রক্ষা হবে।
বক্তারা শেরপুরের গারো পাহাড়ে বিলুপ্ত প্রায় হাতিসহ সকল বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।