শেরপুরে অটোচালক উজ্জ্বল মিয়া হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন গ্রেপ্তার: অটোরিকশা উদ্ধার

শেরপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক উজ্জ্বল মিয়া (৪২) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। সেইসঙ্গে উজ্জ্বলের ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০) ও দোসরা ছনকান্দা কালাম বাজার গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবুল হোসেন (২৭) এবং জামালপুর সদর উপজেলার জিগাতলা গ্রামের আজাহার আলীর ছেলে রুবেল হোসেন (৩৫), কোচনধরা গ্রামের জিন্নত আলীর ছেলে সুলতান মিয়া (৪৫) ও হরিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুরুল হক (৩০)।

র্যা ব-১৪, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র্যা ব সদস্যরা ৭ মে রোববার বিকেলে অভিযান চালিয়ে ঢাকা জেলার ধামরাই থানার কলেজ রোড এলাকা থেকে উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি শামীম মিয়াকে গ্রেপ্তার করেন। পরে শামীম মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যা ব অন্যদের গ্রেপ্তার করে।

র্যা ব-১৪, ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মহিবুল ইসলাম খান সোমবার দুপুরে শেরপুর শহরের মাধবপুর এলাকার শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে র্যা ব-১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান জানান, অটোচালক উজ্জ্বল মিয়া হত্যাকাণ্ডের পর থেকে র্যা ব নিয়মানুযায়ী ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। এরপর তথ্যউপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গত রোববার শামীম মিয়াকে গ্রেপ্তার করে। র্যা বের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শামীম অটোচালক উজ্জ্বলকে হত্যার কথা স্বীকার ও অন্য আসামিদের নাম-পরিচয় জানান। এরপর রোববার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়।

র্যা ব অধিনায়ক মহিবুল জানান, গ্রেপ্তার আসামি শামীম অটোচালক উজ্জ্বলকে হত্যার অভিযোগ এবং অন্যরা ছিনতাই করা অটোরিকশাটি বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সদর থানার উপপরিদরশক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান সোমবার সন্ধ্যায় বলেন, র্যা বের অভিযানে গ্রেপ্তার পাঁচ আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতের নিরদেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ-জামালপুর সড়কের খুনুয়া পশ্চিমপাড়া এলাকার একটি ধানখেত থেকে অটোচালক উজ্জ্বল মিয়ার লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। নিহত উজ্জল সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া চরপাড়া (মধ্যপাড়া) গ্রামের হলু শেখের ছেলে। এ ঘটনায় নিহত উজ্জ্বলের ছোট ভাই মো. সুজন মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

  • Related Posts

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

      নিজস্ব প্রতিনিধি: শেরপুরে শিক্ষকদের সাথে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর রবিবার সদর উপজেলার ৪ নং গাজির খামার ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিক্ষা…

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

      দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি : শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

    শেরপুরে জামায়াতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের পথসভা

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

    শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

    শেরপুরের ঝিনাইগাতীতে তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু

    শেরপুরে বিএনপি নেতা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

    শেরপুরে বিএনপি নেতা তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

    শেরপুরের গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

    শেরপুরের গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

    দুঃখিত কপি করা যাবে না! ⚠️