
শেরপুর জেলাধীন শ্রীবরদী উপজেলার পশ্চিম লংঙ্গরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩টি মাদক মামলার আসামী মোঃ মাসুদ রানা মিষ্টারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৪ মে বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মিষ্টারের বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী পশ্চিম লঙ্গরপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. মুশফিকুর রহমান এর নির্দেশে ডিবির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশরাউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স বৃহস্পতিবার ভোররাতে পশ্চিম লঙ্গরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাসুদ রানা মিষ্টারের নিজ বসতবাড়ি থেকে ১ হাজার ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মিষ্টারের নামে ৩টি মাদক মামলা সহ মোট ৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন থেকে গোপনে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত রয়েছে। এ ঘটনায় মাদক আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এব্যাপারে শেরপুরের ডিবির ওসি মো. মুশফিকুর রহমান ধৃত মাদক ব্যবসায়ী মিষ্টারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক, জুয়া-সহ অপরাধ সংক্রান্ত বিষয়ে জেলা ডিবি পুলিশ সোচ্চার রয়েছে। শেরপুর জেলায় মাদক জুয়াসহ অন্যান্য অপরাধ নির্মূল করতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।