
শেরপুরে ৯ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার চর ভগবতীপুর গ্রামের জমির শেখের ছেলে মো. আব্দুল মালেক (৪৫) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪০)। বুধবার সকালে শহরের গৌরীপুর এরাকার পৌর বাস টারমিনাল এলাকা থেকে সদর থানার পুলিশ তাঁদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী থেকে একটি চক্র মাদক নিয়ে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত করমকরতা (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহরের গৌরীপুর এলাকার পৌর বাস টারমিনাল এলাকায় অভিযান চালান। এ সময় রৌমারী থেকে আগত একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় পুলিশ তল্লাশী চালায়। এ সময় ওই অটোরিকশার যাত্রী আব্দুল মালেক ও আব্দুর রাজ্জাকের কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশী করে পুলিশ তিন প্যাকেটে ৯ কেজি গাঁজা উদ্ধার এবং তাঁদের আটক করেন। উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় এক লাখ টাকা বলে পুলিশ জানায়।
সদর থানার ওসি বছির আহমেদ বাদল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন। উদ্ধার করা মাদক তাঁরা রৌমারী সীমান্ত থেকে শেরপুর হয়ে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।