
শেরপুর-১ আসনে প্রার্থী হতে চান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি
বিশেষ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টির (লাঙল প্রতিক) প্রার্থী হতে চান জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক ওরফে মনি।তিনি এলাকাবাসীর উপস্থিতিতে গণমাধ্যম করমীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের তালুকপাড়ায় মাহমুদুল হকের গ্রামের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জাপার সাধারণ সম্পাদক মাহমুদুল হক বলেন, দীর্ঘদিন ধরে শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদসংলগ্ন বৃহৎ চরাঞ্চলের পশ্চিম এলাকার কোন বাসিন্দা সংসদ সদস্য হতে পারেননি। সরবশেষ ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে শেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন চরাঞ্চলের সন্তান শাহ রফিকুল বারী চৌধুরী। এরপর ২০০১ সাল থেকে আওয়ামী লীগ দলীয় প্রারথী এই আসন থেকে সংসদ সদস্য নিরবাচিত হয়ে আসছেন। কিন্তু সদর উপজেলার চরাঞ্চলসহ জেলা সদরের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই শেরপুরের সর্বস্তরের জনগণকে একটি আধুনিক ও উন্নত জেলা উপহার দিতে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজেকে একজন মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঘোষণা দিচ্ছেন। দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ সংসদীয় বোরড আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে তাঁকে মনোনয়ন দেবেন বলেও মতবিনিময় সভায় আশা প্রকাশ করেন মাহমুদুল হক।
মতবিনিময় সভায় প্রবীণ রাজনীতিক আব্দুর রশীদসহ চরশেরপুর ও আশপাশের বিভিন্ন ইউনিয়নের জাপার নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।