
শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. রাসেল মিয়াকে সভাপতি এবং ওসমান গণি পারভেজকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. শহিদুল ইসলাম, ২ জন সহসভাপতি শ্রী তাপস চন্দ্র সূত্রধর ও মো. রেজাউল হক, সহসম্পাদক মো. ফরিদুল ইসলাম, ২ জন সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল বাশার ও মো. শিমুল মন্ডল, কোষাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হামিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সুরুজ্জামান, ৪ জন কার্যকরী সদস্য- অঞ্জন কুমার নাথ, মো. রফিক মিয়া, মো. ফিরুজ মিয়া ও মো. উজ্জল মিয়া।
১০ সেপ্টেম্বর বুধবার নকলা উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মির্জা মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, মানবতার কল্যাণে নিবেদিত হিসেবে পরিচিতি পেতে সার্বিক সহায়তা প্রদান এবং এই সংগঠনটির কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এর জন্য তারা সকলের কাছে পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।