
নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় শেরপুর-ঢাকা আঞ্চলিক সড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের যৌথ অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১টি প্রশিকিউশন মামলা করাসহ ১২ হাজার ৫০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। ৯ জুলাই বুধবার সকালে নকলা পৌর শহরের দক্ষিণ বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের নেতৃত্ব দেন নকলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মাসুম মিয়া ও নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টিএসআই মাহফুজুর রহমান। এসময় সেনাবাহিনী, পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএসআই মাহফুজুর রহমান জানান, অনুমোদিত কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত থ্রি-হুইলার আটক করা হয়েছে। পরে সড়ক-পরিবহন আইনে আটককৃত যানবাহনের বিরুদ্ধে ১১টি প্রশিকিউশন মামলা করাসহ নগদ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।