
শেরপুরের নকলায় অসদাচরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিউজ্জামান রানা অবশেষে জামিনে মুক্তি
পেয়েছেন। শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুননাহারের আদালতের নিরদেশে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় তাঁকে জেলা কারাগার থেকে মুক্তি দেন
কারা কর্তৃপক্ষ।দণ্ডপ্রাপ্ত সাংবাদিক রানার পক্ষে আইনজীবী মো. আব্দুর রহিম জামিনের আবেদন জানান।শফিউজ্জামান রানা দৈনিক দেশ রূপান্তরের
শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা।ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজায় গত ৫ মারচ থেকে তিনি জেলা কারাগারে বন্দী ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম সাংবাদিক শফিউজ্জামান রানার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার থেকে মুক্তিলাভের পর কারাফটকে সাংবাদিক শফিউজ্জামান রানা এক প্রতিক্রিয়ায় তাঁর মু্ক্তির জন্য শেরপুর ও নকলাসহ সারা বাংলাদেশের
সাংবাদিক সমাজ ও সদাশয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।সেইসঙ্গে তাঁকে সাজা প্রদানের পর তথ্য কমিশন কমিটি গঠন করে দ্রুত
অনুসন্ধানের যে উদ্যোগ নিয়েছিলেন তাঁর জন্য তথ্য কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত. নকলা উপজেলা নিরবাহী করমকরতার কারযালয়ে সরকারি কাজে বাধা,বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি, অসদাচরণ এবং একজন নারী কর্মচারীকে
উত্ত্যক্তের অভিযোগে গত ৫ মার্চ নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ইউএনওর দপ্তরে ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করে সাংবাদিক শফিউজ্জামান রানাকে ছয় মাসের কারাদণ্ড দেন। তবে সাংবাদিক রানা এসব অভিযোগ অস্বীকার করেছেন।