
ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে দিবালোকে অটোরিকশা আটকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়কালে তিন ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর আদালতে পাঠিয়েছে নালিতাবাড়ী থানা পুলিশ।
এরা হলো- বগুড়ার আদমদীঘি উপজেলার মিজানুর রহমান (৩৯), শেরপুরের শ্রীবরদী উপজেলার সুলতান মিয়া (৫০) ও ময়মনসিংহের ঈশ^রগঞ্জের ফারুক মিয়া (৪০)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের অদূরে মালিজি ব্রিজের কাছে চৌরাস্তা মোড়ে দাড়িয়ে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা চালকদের আটকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল চার ব্যক্তি। এসময় বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করে পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। এসময় পরিচয়পত্র দেখাতে না পারলে স্থানীয়রা তাদের আটকে পুলিশকে খবর দেন। তবে এসময় একজন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃতদের হেফাজতে নিয়ে আসে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।