শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভালুকাকুড়া এলাকায় ৭ম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তারকে হত্যার প্রতিবাদ ও জড়িত ছাইদুল ইসলামের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট রোববার দুপুরে কালাপাগলা বাজারে কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
নিহত শিক্ষার্থী মাইমুনার পিতা মফিজুল ইসলাম, কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হিলালী ফেরদৌস, সহকারী শিক্ষক আবু জাফর মোহাম্মদ রাসেল, এসএম ইউসুফ, আব্দুল হাকিম, নাহিদুল ইসলাম, মোজাম্মেল হক সবুজ মানববন্ধনে বক্তব্য রাখেন।
গত ২৩ আগস্ট শনিবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলার সময় ফুল আনতে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হয় মাইমুনা। এর তিন দিন পর মঙ্গলবার বিকেলে তার চাচা পাশের একটি ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে কচুরিপানার ভেতর মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। এ ঘটনায় মাইমুনার বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে গত ২৭ আগস্ট বৃহস্পতিবার জড়িত আপন ফুপা ছাইদুলকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি








