
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে চার দিন আগে নিখোঁজ হওয়া মাইমুনা (১৩) নামের এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয় স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
চার দিন পর মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মাইমুনার কাকা আলী হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে কচুরিপানার নিচে ভেসে থাকা লাশ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে লাশটি মাইমুনার বলে শনাক্ত করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, “মৃত্যুটি দুর্ঘটনা নাকি হত্যা— তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে যদি এটি হত্যাকাণ্ড হয়, তাহলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মাইমুনার কাকা শুক্কুর আলী বলেন, “আমাদের কারও বিরুদ্ধে আপাতত অভিযোগ নেই। ময়নাতদন্ত শেষে আসল ঘটনা প্রকাশ পাবে বলে আমরা আশা করছি।”
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।