
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার কয়রাকুড়ি এলাকার আমির আলীর ছেলে সোহেল রানা (২৫) এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান টুকন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ীর আন্ধারুপাড়া বারমারী এলাকার আ. খালেকের চায়ের দোকানের সামনে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিকশাযোগে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় অটোরিকশায় রাখা প্লাস্টিকের বস্তা থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।”