
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী খাল, বড়বিলা বিল ও বাইটকামারী বিলে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) পরিচালিত এ অভিযানে ২০টি অবৈধ চায়না জাল এবং ১৫০০ মিটার কারেন্ট জাল ও একটা ভীম জাল জব্দ করে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম খান।
তারা জানান, দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে থাকায় সরকার মৎস্য আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তারা।
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নদী ও বিলে জাল পেতে মাছ নিধন করলে ভবিষ্যতে আমাদেরই ক্ষতি। প্রশাসনের এই পদক্ষেপে আমরা খুশি।”
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ উপায়ে মাছ ধরার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বাধ্যতামূলক। নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথভাবে আইন বাস্তবায়নে আরও কঠোর ভূমিকা রাখবো।