
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহের সূচনা হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাছ চাষী ও সাংবাদিকরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরে মিঠাপানির মাছ উৎপাদন বেড়ে দেশীয় চাহিদা মিটছে, পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। তবে আশঙ্কাজনক হারে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। এ প্রজাতি সংরক্ষণে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বাজারে বিষমুক্ত মাছ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং বাড়ানোর আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় খাল খনন প্রকল্প গ্রহণ করা হবে। মাছ চাষীদের আরও সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। তিনি জানান, প্রতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত যেকোনো জলাশয় থেকে শোল, গজার, টাকি প্রজাতির মা-বাবা মাছ কিংবা পোনার ঝাঁক আহরণ আইনত নিষিদ্ধ। পাশাপাশি জলাশয়ে কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ বলেও তিনি উল্লেখ করেন।