
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে গণমিছিল ও সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনে দলীয়ভাবে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন, শ্রমিককল্যাণ ফেডারেশন নালিতাবাড়ীর সভাপতি আবু সিনা জুবায়ের এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক।
গণমিছিল ও সমাবেশে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।