
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
ভারত থেকে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশিকে শেরপুরের নালিতাবাড়ীর পানিহাতা সীমান্ত দিয়ে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১১ জুলাই) সকাল ছয়টার দিকে সীমান্তের ১১১৮ নম্বর পিলার এলাকা দিয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি সদস্যরা হেফাজতে নেয়।
আটকদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা আল আমিন (২৯), বাবু আলী (২৩), সখিনা বেগম (৫০), সোনা বানু (৪৫), কাজল (২৪), ফাতেমা (২১), ৭ বছর বয়সী আদিল, ৭ মাসের শিশু ইয়ামিন, ৩ বছরের কন্যা লামিয়া এবং আরেক কন্যাশিশু রাবিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে চিকিৎসার প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে অবৈধপথে ভারতের ফরিদাবাদ এলাকায় যান মৃত আমজাদ আলীর পরিবার। সেখানে অবস্থানকালে জামাল নামের এক ব্যক্তি মারা গেলে বাকিরা শ্রমিক হিসেবে সেখানেই বসবাস শুরু করেন। সম্প্রতি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর সীমান্তপথে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
পুশইনের পর বিজিবি সদস্যরা তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।