
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫১ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকার শান্তির মোড় থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. সালেমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন এসআই কামরুজ্জামান, এএসআই সামছুল আলম, এএসআই হারুনুর রশিদসহ পুলিশের একটি দল।
আটক যুবকের নাম মো. সুজন মিয়া (২৯)। তিনি বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকার বাসিন্দা।
অভিযানে তার হেফাজত থেকে জব্দ করা হয়—
ম্যাজিক মোমেন্ট ৭৫০ মি.লি ১২ বোতল,
স্টার্লিং রিজার্ভ ২০ বোতল,রয়্যাল গ্রীন ৪৮ বোতল,ওল্ড মংক ১১ বোতল,আইকনিক হোয়াইট ৯৯ বোতল,রয়্যাল গ্রীন (৩৭৫ মি.লি) ৪৬ বোতল,আইকনিক হোয়াইট (৩৭৫ মি.লি) ১৫ বোতল সহ সব মিলিয়ে মোট ২৫১ বোতল ভারতীয় তৈরি মদ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুজন দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।