
নালিতাবাড়ী থানা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে থানা পুলিশের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম।
বুধবার (২৬ জুন) বেলা ১৩ ঘটিকায় পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় নালিতাবাড়ী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া।
পরবর্তীতে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে ” গার্ড অব অনার” প্রদান করে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার, থানা ব্যারাক সরেজমিনে পরিদর্শন পূর্বক থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন৷
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল আলম ভূঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।