ঝিনাইগাতীতে মহারশি নদীতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদান

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতীর আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়। বিকেলে গণস্বাক্ষরনামাসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঝিনাইগাতী সদর বাজারের প্রধান সড়কের পাশে গণস্বাক্ষর নেওয়া হয়। নদীর আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শ বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীসহ প্রায় সাড়ে তিন হাজার মানুষ তাঁদের স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিনের এ দাবি তুলে ধরেন।


গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলাকালে আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহিদুল হক মনিরের সঞ্চালনায় শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি মোখলেসুর রহমান খান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন ।
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত স্মারকলিপিতে বলা হয়, প্রতি বছর বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মহারশি নদীর তীব্র স্রোতের কারণে নদীর দুই পাড়ে ব্যাপক ভাঙন দেখা দেয়, যা এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ ক্ষতি করে। একইসঙ্গে ঝিনাইগাতী উপজেলা পরিষদসহ সদর বাজার ক্ষতিগ্রস্ত হয়। বিগত কয়েক বছরে মহারশি নদীর ভাঙনে উপজেলার ঝিনাইগাতী সদর, রামেরকুড়া, খৈলকুড়া, দিঘিরপাড়, বনগাঁও, চতল, মরিয়মনগর, কালীনগর, বন্দভাটপাড়া, আহম্মদনগর, গজারিকুড়া, ভাটপাড়া, রামনগর, বৈরাগীপাড়া গ্রামের শত শত পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এক দশকে পাঁচ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন ও ভেঙে গেছে। প্রায় সহস্রাধিক মাছের খামার ও ঘের এবং অর্ধশত মুরগীর খামার ভেসে গেছে। প্রায় ১০ হাজার একরের বেশি আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক ভেঙে গেছে। প্রতি বর্ষা মৌসুমে গড়ে ৫ হাজারের বেশি পরিবারের মানুষ মানবেতর জীবনযাপন করেন। ঝিনাইগাতী বাজার ও আশপাশের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিবছর নদীভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, বর্তমানে মহারশি নদী উপজেলার অনেক গ্রামের জন্য স্থায়ী হুমকিতে পরিণত হয়েছে। বালুর বস্তা বা কাঁচা বাঁধ দিয়ে অস্থায়ীভাবে কিছুদিনের জন্য পরিস্থিতি সামাল দেওয়া গেলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর নয়। প্রতিবছর একই দুর্ভোগে পড়া এলাকাবাসীর পক্ষে আর সম্ভব নয়। নদীর তীর সংরক্ষণ ও জনজীবন রক্ষার্থে মহারশি নদীর উপর একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করা হলে ফসলি জমি ও ঘরবাড়ি নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে। সেইসঙ্গে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ঝিনাইগাতী বাজার ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পাবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে। জনগণের জীবনমান ও স্থানীয় অর্থনীতি টেকসই হবে।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির বলেন, বর্ষা মৌসুমে মহারশি নদীতে সৃষ্ট বন্যা ও ভাঙনের হাত থেকে রক্ষা পেতে নদীর দুই পাড়ে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি। টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ এখন ঝিনাইগাতীবাসীর প্রাণের দাবি। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ধারাবাহিকভাবে আরও কর্মসূচি অব্যাহত রাখবেন।
শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে স্মারকলিপি ও স্বাক্ষরনামা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর মহারশি নদীর ব্রীজপাড় সংলগ্ন খৈলকুড়া এলাকায় নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী সদর বাজারে প্রবেশ করে। এতে মুহূর্তে ভেসে যায় ৯টি পরিবারের বসতভিটা। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, ভেসে যায় ৫০টিরও বেশি মাছের ঘের। ঢলের পানিতে ৩৪৫ হেক্টর জমির আমন ধান ও ১০ হেক্টর জমির সবজি খেত সম্পূর্ণ বিনষ্ট হয়। এতে এক দিনেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার।

Share on Social Media
  • Related Posts

    ঝিনাইগাতীতে ইউএনওর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র শীত জেঁকে বসেছে। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাঁপছে পাহাড়ি জনপদ। বিশেষ…

    Share on Social Media

    তেঁতুলতলা কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ

      নিজস্ব প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার দুপুরে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

    শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শেরপুরে পিআইবির উদ্যোগে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান