
হারুন অর রশিদ দুদু :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। জেলা প্রশাসক জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। এ ধরনের পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন। ত্রাণ বিতরণ কার্যক্রম ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল উপস্থিত ছিলেন। সরকারি এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুরে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে বেশকিছু বাড়ি-ঘর ভেঙে যায় ও জানমালের ক্ষতি হয়।