
হারুন অর রশিদ দুদু :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে ১২ আগস্ট মঙ্গলবার এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল। সভাপতিত্ব করেন সংস্থার কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিউস টুডু। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সংস্থার কার্যক্রম ও অর্জন ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়। ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও পুনর্জাগরণের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে সংস্থার ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র চারটি নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য দর্শকদের মুগ্ধ করে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনিয়র তাহের রেনেসাঁ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, সহকারী পরিচালক (প্রোগ্রামস) পিন্টু এ্যালবার্ট পিরিছ, শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী ও সেক্রেটারি অসীম ম্রং। এছাড়াও ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।