
হারুন অর রশিদ দুদু :
৫ আগস্ট মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপজেলা বিএনপির উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতীতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালি ঝিনাইগাতী থানা মোড় হতে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুনরায় থানা মোড় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শেরপুর-৩ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রুবেল। ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, “সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত করেছে তার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই আমাদের কাম্য।” তিনি আরও বলেন, “পরাজিত শক্তি এখনো নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করে আসছে। এজন্য আমরা ফেব্রুয়ারির মধ্যে দ্রুত জাতীয় নির্বাচন আশা করছি। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।” এর আগে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, এবং অটোরিক্সার যোগে বাদ্যযন্ত্র সহকারে মিছিল নিয়ে বিজয় র্যালিতে যোগ দেয়।