
হারুন অর রশিদ দুদু :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব সেকান্দর আলী। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। তারা আব্দুল মান্নানকে একজন যোগ্য, সাহসী এবং সাংগঠনিক দক্ষ নেতা হিসেবে অভিহিত করে তাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হলে সৎ, পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ-এর নেতৃত্ব প্রয়োজন। মো. আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে দলের প্রতি নিষ্ঠা ও কর্মীর প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছেন। সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মো. আব্দুল মান্নান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আমার লক্ষ্য হচ্ছে উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী, গতিশীল ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তোলা।”