হারুন অর রশিদ দুদু :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আসন্ন উপজেলা কমিটি গঠনের প্রাক্কালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই সোমবার বিকালে স্থানীয় খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে আয়োজিত সভায় নতুন কমিটিতে নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান হিরার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ধানশাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জমশেদ আলী। সভায় বক্তব্য রাখেন দলের স্থানীয় নেতা মুখলেছুর রহমান, বিল্লাল হোসেন, জুয়েল মিয়া, জেবুন্নেছা হক কহিনূর, জেসমিন আক্তারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এবং বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়া আব্দুল মান্নান হিরাকে আসন্ন উপজেলা বিএনপির কমিটিতে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে মনোনয়ন দেওয়া উচিত। সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল মান্নান হিরা বলেন, “আমি বিএনপির রাজনীতি করি বলেই আমার ছেলেসহ আমাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বারবার জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি, তবুও দলের প্রতি আনুগত্য অটুট রেখেছি।” তিনি আরও বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগ বিবেচনায় নিয়ে আগামী কমিটিতে আমাকে সম্মানজনক দায়িত্ব দেওয়া হলে আমি আরও দৃঢ়ভাবে দলের হয়ে কাজ করতে পারব।” সভায় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগ, যোগ্যতা ও জনপ্রিয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।






