
বিশেষ প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া সংস্কার করতে গিয়ে দুই ভায়রার অকাল মৃত্যুতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবার দুটিকে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভূঁইয়াবাড়ি ও রাংটিয়া গ্রামে অবস্থিত মৃত নিরঞ্জন কোচ এবং নারায়ণ কোচের বাড়িতে যান। এ সময় তিনি মারা যাওয়া উপার্জনক্ষম দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সান্ত্বনা দেন।
পরে ইউএনও আশরাফুল আলম রাসেল মৃত নিরঞ্জন কোচের সদ্য বিধবা স্ত্রী সান্ত্বনা কোচ ও নারায়ণ কোচের স্ত্রী জয়ন্তী কোচের হাতে ৩০ কেজি করে চাল, দুই লিটার তেল, লবণ, মসলাসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করেন। ইউএনও অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল দুটি পরিবারকে আর্থিক সাহায্য এবং গ্রামবাসীর পানির সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প প্রদানের আশ্বাস দেন।
ইউএনও আশরাফুল আলম রাসেল আজ বুধবার সকালে বলেন, উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে অসহায় দুটি পরিবারকে তাৎক্ষণিক সাহায্য হিসেবে চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার দুটিকে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসকের (ডিসি) কাছে অর্থ বরাদ্দ চেয়ে তিনি চিঠি লিখেছেন। বরাদ্দ পাওয়ামাত্র তাঁদেরকে অর্থ সহায়তা প্রদান করা হবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও মানবাধিকারকর্মী সাংবাদিক জাহিদুল হক মনির এবং বাংলাদেশ আদিবাসী কোচ ইউনিয়ন, শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল কোচ উপস্থিত ছিলেন।