বিশেষ প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাখি শিকারের অপরাধে মো. লেমন মিয়া নামের এক ব্যাক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লেমন উপজেলার দীঘিরপাড় গ্রামের মৃত চান মিয়ার ছেলে। বুধবার বিকেলে উপজেলার বনকালি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এ জরিমানার আদেশ দেন।

উপজেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর বনকালি গ্রামে একজন শিকারি বেশ কয়েকদিন ধরে জাল দিয়ে বিভিন্ন ধরনের পাখি শিকার করে আসছেন-এমন সংবাদের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বনকালি গ্রামে অভিযান চালান। এ সময় সেখানে জাল ও ছয়টি তিলা ঘুঘুসহ লেমন মিয়াকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্রেনেট আশরাফুল আলম রাসেল ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে লেমন মিয়াকে দোষী সাব্যস্ত করে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। লেমন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
পরে আদালতের নির্দেশে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উদ্ধারকৃত পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত এবং পাখি ধরার সরঞ্জামাদি ধ্বংস করেন। অভিযানকালে জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আলামিন আদালতকে সহযোগিতা প্রদান করেন।






