
শেরপুর জেলার ঝিনাইগাতীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে এক মাদকসেবীকে ২ মাসের কারাদন্ড ও ১শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ এপ্রিল ২০২৩ শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর এই সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের মো: রাজিব হোসেন।
শনিবার উপজেলার ধানশাইল এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে চিৎকার চেঁচামেচি ও গালিগালাজ করে জন সাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: এনামুল হক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী মো: রাজিব হোসেন এর বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর আসামীকে ২ মাসের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।
এসময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদক সেবনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি একটি পরিবারে অশান্তি নেমে আসে। এজন্য তিনি সকলকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।