
‘ভরসার নতুন জানালা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসির(ইউসিবি)উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের মধ্যে কৃষি যন্ত্রপাতি ও বীজধান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ্ আল মাহমুদ ভূঁইয়া। ইউসিবির শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ব্যাংকের এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় ঝিনাইগাতী উপজেলার ৬০ জন কৃষি, ডেইরি ও মৎস্য উদ্যোক্তাকে বিনামূল্যে ৯ লাখ টাকার বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি হিসেবে খড়কাটার মেশিন, হ্যান্ডট্রাক্টর, পানির পাম্প, ধানমাড়াই যন্ত্র, স্যালো মেশিন, জেনারেটর, নৌকা, রিং তৈরির সামগ্রী, প্লাস্টিকের নেট ইত্যাদি প্রদান করা হয়। সেইসঙ্গে ৬০ জন কৃষি উদ্যোক্তাকে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন জাতের বীজধান, সবজি বীজ ও গাছের চারা প্রদান করা হয়। এদিন এসব উদ্যোক্তার ২০৭টি গবাদিপশুকে কৃমির ওষুধ ও রোগ প্রতিরোধক টিকাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, প্রাণিসম্পদ কর্মকর্তা এ টি এম ফয়জুর রাজ্জাক আকন্দ ও মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
ইউসিবির শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প ‘ভরসার নতুন জনালা’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ ও জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা। এই প্রকল্পের অধীনে ঝিনাইগাতীসহ দেশের ৫০টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সুন্দর ও উৎসাহব্যঞ্জক প্রতিবেদন।