
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. আরব আলীর (২১) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সীমান্ত সড়ক সংলগ্ন বড় রাংটিয়া এলাকার একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানার পুলিশ।
নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বেকারত্ব দূর করতে এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জীবিকার তাগিদে এইচএসসি পাশ করে রজব আলী একটি অটোরিকশা কিনে চালাতে থাকেন। গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বের হয়। এরপর তাকে খোঁজে না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে আরব আলীর পরিবার।
সোমবার সকালে স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য উপজেলার বড় রাংটিয়া এলাকায় খালের পাশে গেলে খালের পানিতে একটি লাশ দেখতে পান। পরে ঝিনাইগাতী থানার পুলিশ ও আরব আলীর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও শনাক্ত করে। নিহতের শরীরে বিভিন্ন ধরণের আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ পেয়ে পুলিশ সুপার মোনালিসা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ঝিনাইগাতী-নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেমসহ থানার অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মরগে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুরবৃত্তরা আরব আলীকে নৃশংসভাবে হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা করছে।