
শেরপুরের ঝিনাইগাতীতে মাদকসহ মোঃ বিপুল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিপুল শ্রীবরদী কুরুয়া বাজার এলাকার থানার মোঃ নিজাম মিয়ার ছেলে ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর রবিবার রাত ৯.৩০ ঘটিকার সময় উপজেলার রাংটিয়া এলাকা অভিযান চালিয়ে ওই যুবককে মাদক পরিবহণের সময় হাতেনাতে আটক করে। এসময় তার হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ সোমবার তাকে শেরপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।