নিজস্ব প্রতিনিধি:
ইনসাফ কায়েম ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার আমীর মাওলানা নূরুল আমিন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
পৌর শহর জামায়াতের সেক্রেটারী ডা. হাসানুজ্জামান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নুরে আলম সিদ্দিক, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, পৌর শহর জামায়াতের সহকারি সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল মতিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম মাসুম সহ আরো অনেকে।








