কানাশাখোলা বাজারের যুব সমাজের উদ্যোগে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রান তহবিল সংগ্রহ করা হয়েছে। ২৪ আগস্ট শনিবার শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজারের যুব সমাজের উদ্যোগে বন্যা কবলিত মানুষদের জন্য ত্রান তহবিল সংগ্রহ করা হয়।
এতে ব্যবসায়ী ,সাধারণ মানুষ সহ সবাই অংশগ্রহণমূলক দান করেন ,উওলনকৃত টাকা বণ্যা-কবলিত মানুষ-দের জন্য As sunnah Foundation এ পাঠিয়ে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নাজমুল, সাজন, সাগর, মাইমুন, সজীব, রিফাত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম রনি, সাংবাদিক আমিনুল ইসলাম রাজু প্রমূখ।








