গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন, শেরপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,শেরপুর এর যৌথ মাদকবিরোধী অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে একটি রেইডিং টিম শেরপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ০৩( তিন) জন মাদক কারবারিকে গাঁজা সহ আটক করা হয়। অতঃপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত আসামিদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন এবং জেলা কারাগার, শেরপুরে প্রেরণ করেন ।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনিব, এস এম আল আমিন ও প্রদীপ কুমার দাস। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর এর পরিদর্শক জনাব ছিদ্দিকুর রহমান উক্ত মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন।








