“স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে প্রথমবারের মত ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড এর জেলাপর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রাজীব উল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মডেল গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সারোয়ার জাহান,
জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার ও রেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুরুল আলম।

কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত গেয়ে ও বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পর ৩০ মিনিটের পরীক্ষা শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। জেলা পর্যায়ে সকল অংশগ্রহণকারীরা ই-সার্টিফিকেট পাচ্ছে।
জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, জাতীয় পর্বের বিজয়ীরা টি-শার্ট, বিজয়ী সার্টিফিকেট ও মেডেল পাবে। জাতীয় পর্বের প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় বিজয়ী পাবে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা








