‘‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) রাত সাড়ে ৮ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)উপ-সচিব মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বহুমুখী প্রতিভার অধিকারী জাতীয় কবি নজরুল তাঁর কালজয়ী লেখনির মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার, কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার চেতনা বিকাশে তাঁর ভূমিকা তুলে ধরার পাশাপাশি স্বদেশী ও স্বাধীনতা আন্দোলনে কবির অসামান্য অবদান সম্পর্কে বিষদ আলোচনার করা হয়।

পরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।








