
বাজিতখিলা ইউনিয়ন বন্ধু মহলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন বন্ধু মহল এর উদ্যোগে বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের হলরুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, মো: আতিকুর রহমান (আপেল) ও শাহ্জাহান আলী।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল হাসান খুররুম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো: এনামুল হক, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মো: আল হেলাল, বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল, তিনানী আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল ওয়াহাব বাচ্চু, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” বাজিতখিলা ইউনিয়ন শাখার সভাপতি মো: শাহা আলম, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান মিয়া সহ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, ব্যবসায়ী ও বাজিতখিলা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দেড় শতাধিক মানুষ
ইফতার মাহফিলে অংশ নেয়।
এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা মো: আব্দুল আওয়াল
বাজিতখিলা ইউনিয়ন বন্ধু মহল একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি বাজিতখিলা ইউনিয়নের হত দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে।