
যথাযোগ্য মর্যাদায় বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার সকালে সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে ক্রীড়া প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি ও বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহাজাহান আলী, সমাজ সেবক সৈয়দ আলহাজ্ব মো: হানিফ উদ্দিন।
এছাড়াও ম্যানেজিংক কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথি গণ।
সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান সেলিম।